অফিসের নামঃ উপজেলা আনসার ও ভিডিপি অফিস,মোহনপুর রাজশাহী।
অফিসের ঠিকানাঃ মোহনপুর উপজেলা পরিষদ চত্তরে বরেন্দ্র রোড সংলগ্ন প্রাথমিক শিক্ষা অফিসের বিপরীত পাশে বিএডিসি ভবনের ২য় তলা। ২য় তালায় আমাদের তিনটি কক্ষ রয়েছে। একটি কক্ষ গুদাম হিসেবে,একটি কক্ষ ইউনিয়র/ওয়ার্ড দলনেতা দলনেত্রীদের মাসিক সভার জন্য এবং একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
বিবরনঃ রাজশাহী জেলার অর্ন্তগত মোহনপুর উপজেলা অন্যান্য উপজেলায় চাইতে ছোট এবং শান্তশিষ্ট উপজেলা। অত্র মোহনপুর উপজেলারয় মোট ৬টি ইউনিয়ন ও ১টি পৌরষভা রয়েছে। ১৫৪টি গ্রাম রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত গ্রামের সংখ্যা ১২৫ টি। প্রতিটি গ্রামে ৬৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য হিসেবে সর্বমোট ভিডিপি সদস্য সংখ্যা ৮১২৫ জন। ১১৫ জনের উপজেলা আনসার কোম্পানী রয়েছে। এছাড়াও ৩২ জন মহিলা আনসার সদস্যাদের নিয়ে ১ টি মহিলা আনসার প্লাটুন রয়েছে। অত্র কার্যালয়ে ১১ জন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ১৮ জন পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রেী এবং ১৪ জন উপজেলা কোম্পানী/ইউনিয়ন আনসার প্লাটুন(পুরুষ ও মহিলা) কমান্ডার ও সহকারী কমান্ডারসহ মোট ৪৩ জন ভাতা ভোগী সদস্য সদস্যা রয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS