Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

১। ২০২১-২০২২ অর্থ বছরে অত্র উপজেলা হতে ৬৪ জন পুরুষ ও ৬৪ জন মহিলা সদস্য-সদস্যাদের গ্রামভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

২। ৮০ জন পুরুষ -সদস্যাদের অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩। ০২ জন পুরুষ ও ০২ জন মহিলা সদস্য-সদস্যাকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।

৪। ৪ জন সদস্য-সদস্যাদের মোটর ড্রাইভিং ও মেকানিক্্র, ১ জন অটোম্যাকানিক্ , ০১ জন মোবাইল সাভিসিং,০১ ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ,মোট ৭ জন আনাসর ভিডিপি সদস্যা সদস্যাদের   

      কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫। ২০২১-২০২২ অর্থ  বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৮ টি কেন্দ্রে ৯৮৬ জন আনাসর ও ভিডিপি সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

৬। দূর্গাপুজা/২০২২ এ অত্র মোহনপুর উপজেলার ২১ টি পূর্জা মন্ডবে ১২২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন।

৭। ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাকশিমইল ইউনিয়রের ৯ নং ওয়ার্ড ধোপাঘাটা কেন্দ্রে ১৭ আনসার সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

৮। জেলা পরিষদ নির্বাচনে ৪ জন আনাসর সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।